মালয়েশিয়া ও থাইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য ভিসা পেতে যে সকল কাগজপত্র লাগবে –
মালয়েশিয়া ভিসার জন্য প্রয়োজনীয়তা কাগজ এবং অন্যান্য তথ্য:
বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি আসল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভ্যান্সি গত ৬ মাস (ন্যূনতম ব্যালেন্স ৬০০০০ জনপ্রতি)। ট্রেড লাইসেন্স ব্যবসায়িদের জন্য। টিন সার্টিফিকেট কোম্পানী ফরওয়ার্ডিং লেটার বা এনওসি ভিজিটিং কার্ড. রিটার্ন এয়ার টিকিট দুটি (২) কপি (৩.৫ সে মি * ৫ সে মি) সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ড ছবি ল্যাব প্রিন্ট। আইডি কার্ডের ফটোকপি (ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি)।
থাইল্যান্ডের ভিসার জন্য প্রয়োজনীয়তা কাগজ এবং অন্যান্য তথ্য:
ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভ্যান্সি গত ৬ মাস কোম্পানী ফরওয়ার্ডিং লেটার বা এন ও সি ভিজিটিং কার্ড. ট্রেড লাইসেন্স ব্যবসায়িদের জন্য। বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট ফটোকপি সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ড ছবি দুই কপি আইডি কার্ডের ফটোকপি (ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি)। হোটেল রিজার্ভেশন রিটার্ন এয়ার টিকেট