মালয়েশিয়া ও থাইল্যান্ড ঘুরতে যাওয়ার জন্য ভিসা পেতে যে সকল কাগজপত্র লাগবে –
মালয়েশিয়া ভিসার জন্য প্রয়োজনীয়তা কাগজ এবং অন্যান্য তথ্য:
বৈধ পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি আসল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভ্যান্সি গত ৬ মাস (ন্যূনতম ব্যালেন্স ৬০০০০ জনপ্রতি)। ট্রেড লাইসেন্স ব্যবসায়িদের জন্য। টিন সার্টিফিকেট কোম্পানী ফরওয়ার্ডিং লেটার বা এনওসি ভিজিটিং কার্ড. রিটার্ন এয়ার টিকিট দুটি (২) কপি (৩.৫ সে মি * ৫ সে মি) সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ড ছবি ল্যাব প্রিন্ট। আইডি কার্ডের ফটোকপি (ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি)।
থাইল্যান্ডের ভিসার জন্য প্রয়োজনীয়তা কাগজ এবং অন্যান্য তথ্য:
ব্যক্তিগত ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভ্যান্সি গত ৬ মাস কোম্পানী ফরওয়ার্ডিং লেটার বা এন ও সি ভিজিটিং কার্ড. ট্রেড লাইসেন্স ব্যবসায়িদের জন্য। বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট ফটোকপি সাম্প্রতিক সাদা ব্যাকগ্রাউন্ড ছবি দুই কপি আইডি কার্ডের ফটোকপি (ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি)। হোটেল রিজার্ভেশন রিটার্ন এয়ার টিকেট Kaufen Sie die besten Luxus-Replica-Uhren bei https://replicauhrens.io und bieten Sie Replica-Uhren von Rolex, Panerai, Tag Heuer, Omega und mehr zu günstigen Preisen an.